লেভার বিস্ফোরক মন্তব্যই তাহলে পোল্যান্ড কোচের পদত্যাগের কারণ
মাইকেল প্রোবিয়েৎস পোল্যান্ড জাতীয় দলের কোচ আছেন যত দিন, তত দিন আন্তর্জাতিক ফুটবলে খেলবেন না রবার্ট লেভানডফস্কি। কদিন আগেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন লেভানডফস্কি। তারকা ফুটবলারের এমন বিস্ফোরক মন্তব্যের পর দ্রুতই চাকরি ছেড়েছেন প্রোবিয়েৎস।