ক্রীড়া ডেস্ক
সব কিছু ঠিক থাকলে হয়তো মেয়েকে নিয়ে আবারও চ্যাম্পিয়নস লিগ জয়ের উদযাপন করতে পারেন লুইস এনরিকে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস। দুরারোগ্য ক্যানসারে ভুগে না ফেরার দেশে চলে গেছে এনরিকে কন্যা জানা। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রয়াত কন্যার কথা মনে পড়ল এনরিকের।
ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে গত রাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর এনরিকেকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শেষ বাঁশি বাজার আগেই দেখা গেল অন্য রূপে। কারণ, পিএসজি ততক্ষণে ৫-০ গোলে এগিয়ে গেছে। এমন পর্যায়ে ইন্টার মিলানের জয় এক রকম অসম্ভব। চ্যাম্পিয়ন হওয়ার পর দুই হাত তুলে উদ্যাপন তো এনরিকে করেছেন। ম্যাচ শেষে শিষ্যদের জড়িয়ে ধরে করেছেন উল্লাস।
পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের রাতে এনরিকের মনে পড়েছে প্রয়াত মেয়ে জানার কথা। স্প্যানিশ কোচ বলেন, ‘আমার মেয়ে সেখানে (ফাইনাল) থাকবে না। শারীরিকভাবে তার উপস্থিতি পাওয়া যাবে না। তবে আধ্যাত্মিকভাবে থাকবে। আমার হৃদয়ে সে সব সময় থাকবে। আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। জীবন আমাকে যা দিয়েছে, সেটা নিয়েই সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত হয়েছি।’
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এনরিকের পরনে দেখা গেল জানা ফাউন্ডেশনের কালো টি-শার্ট। টি-শার্টের সামনে বুকের ওপর ১০ বছর আগের সেই ছবিটির মতো বাবা-মেয়ের পিএসজির পতাকা পোঁতার স্কেচ রয়েছে। এই আবেগ যে ছুঁয়ে গেল পিএসজির সমর্থকদের মধ্যেও। আশরাফ হাকিমি, জিয়ানলুইজি দোন্নারুম্মারা ততক্ষণে ট্রফি নিয়ে উল্লাসে মত্ত। আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারিতে ভেসে উঠল এনরিকে ও তাঁর প্রয়াত মেয়েকে নিয়ে বানানো বড় এক তিফো। তাতে দেখা গেছে, মাঠে পিএসজির পতাকা পুঁতছেন এনরিকে। জানা দাঁড়িয়ে রয়েছে পাশেই। এনরিকে কন্যার পরনে পিএসজির ৮ নম্বর জার্সি।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্যুট পরা এনরিকে কোমরে হাত দিয়ে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। একটু দূরেই তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে জানার হাতে বার্সেলোনার পতাকা। মেয়ের কাণ্ড দেখে বাবা যে খুশিতে আটখানা। সামাজিক মাধ্যমে এনরিকে-জানার বার্সেলোনার পতাকা পোঁতার ছবি এখন ভাইরাল। ছড়িয়ে পড়া এই ছবিটি ২০১৫ সালে বার্লিনে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের পরের। তবে সেই জানা ২০১৯ সালে পাঁচ মাস হাড়ের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে চলে গেছে না ফেরার দেশে। ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালের আগে পুরোনো স্মৃতিচারণ করে এনরিকে বলেন, ‘আমার অনেক মনে রাখার মতো স্মৃতি রয়েছে। আমার মে জানা পার্টি পছন্দ করত। বার্লিনে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার সঙ্গে এক স্মৃতি হয়েছে। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর বার্সেলোনার পতাকা পোঁতার একটি স্মৃতি রয়েছে।’
২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ইন্টার নেমেছে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লক্ষ্যে। পিএসজির কাছে ছিল ৫ বছর আগের ক্ষতে প্রলেপ লাগানোর মিশন। ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। জোড়া গোল করেছেন ডিজায়ার ডুয়ে। একটি করে গোল করেন হাকিমি, খিচা কাভারেস্কিয়া ও সেনি মাইয়ুলু।
আরও খবর পড়ুন:
সব কিছু ঠিক থাকলে হয়তো মেয়েকে নিয়ে আবারও চ্যাম্পিয়নস লিগ জয়ের উদযাপন করতে পারেন লুইস এনরিকে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস। দুরারোগ্য ক্যানসারে ভুগে না ফেরার দেশে চলে গেছে এনরিকে কন্যা জানা। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রয়াত কন্যার কথা মনে পড়ল এনরিকের।
ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে গত রাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর এনরিকেকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শেষ বাঁশি বাজার আগেই দেখা গেল অন্য রূপে। কারণ, পিএসজি ততক্ষণে ৫-০ গোলে এগিয়ে গেছে। এমন পর্যায়ে ইন্টার মিলানের জয় এক রকম অসম্ভব। চ্যাম্পিয়ন হওয়ার পর দুই হাত তুলে উদ্যাপন তো এনরিকে করেছেন। ম্যাচ শেষে শিষ্যদের জড়িয়ে ধরে করেছেন উল্লাস।
পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের রাতে এনরিকের মনে পড়েছে প্রয়াত মেয়ে জানার কথা। স্প্যানিশ কোচ বলেন, ‘আমার মেয়ে সেখানে (ফাইনাল) থাকবে না। শারীরিকভাবে তার উপস্থিতি পাওয়া যাবে না। তবে আধ্যাত্মিকভাবে থাকবে। আমার হৃদয়ে সে সব সময় থাকবে। আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। জীবন আমাকে যা দিয়েছে, সেটা নিয়েই সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত হয়েছি।’
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এনরিকের পরনে দেখা গেল জানা ফাউন্ডেশনের কালো টি-শার্ট। টি-শার্টের সামনে বুকের ওপর ১০ বছর আগের সেই ছবিটির মতো বাবা-মেয়ের পিএসজির পতাকা পোঁতার স্কেচ রয়েছে। এই আবেগ যে ছুঁয়ে গেল পিএসজির সমর্থকদের মধ্যেও। আশরাফ হাকিমি, জিয়ানলুইজি দোন্নারুম্মারা ততক্ষণে ট্রফি নিয়ে উল্লাসে মত্ত। আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারিতে ভেসে উঠল এনরিকে ও তাঁর প্রয়াত মেয়েকে নিয়ে বানানো বড় এক তিফো। তাতে দেখা গেছে, মাঠে পিএসজির পতাকা পুঁতছেন এনরিকে। জানা দাঁড়িয়ে রয়েছে পাশেই। এনরিকে কন্যার পরনে পিএসজির ৮ নম্বর জার্সি।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্যুট পরা এনরিকে কোমরে হাত দিয়ে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। একটু দূরেই তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে জানার হাতে বার্সেলোনার পতাকা। মেয়ের কাণ্ড দেখে বাবা যে খুশিতে আটখানা। সামাজিক মাধ্যমে এনরিকে-জানার বার্সেলোনার পতাকা পোঁতার ছবি এখন ভাইরাল। ছড়িয়ে পড়া এই ছবিটি ২০১৫ সালে বার্লিনে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের পরের। তবে সেই জানা ২০১৯ সালে পাঁচ মাস হাড়ের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে চলে গেছে না ফেরার দেশে। ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালের আগে পুরোনো স্মৃতিচারণ করে এনরিকে বলেন, ‘আমার অনেক মনে রাখার মতো স্মৃতি রয়েছে। আমার মে জানা পার্টি পছন্দ করত। বার্লিনে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার সঙ্গে এক স্মৃতি হয়েছে। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর বার্সেলোনার পতাকা পোঁতার একটি স্মৃতি রয়েছে।’
২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ইন্টার নেমেছে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লক্ষ্যে। পিএসজির কাছে ছিল ৫ বছর আগের ক্ষতে প্রলেপ লাগানোর মিশন। ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। জোড়া গোল করেছেন ডিজায়ার ডুয়ে। একটি করে গোল করেন হাকিমি, খিচা কাভারেস্কিয়া ও সেনি মাইয়ুলু।
আরও খবর পড়ুন:
প্রথমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, এরপর টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তবু তাঁর ব্যাটিং, মাঠে প্রতিপক্ষ ব্যাটারদের উইকেটের সময় বুনো উল্লাস, স্লেজিং—বিভিন্ন কারণে ভারতীয় তারকা ব্যাটারকে এখনো মিস করেন অনেকেই।
১৯ মিনিট আগেএশিয়ার প্রথম দেশ হিসেবে ১৯৩৮ সালে বিশ্বকাপ খেলেছিল ইন্দোনেশিয়া। তখন অবশ্য ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ বলা হতো তাদের। নেদারল্যান্ডসের উপনিবেশ থেকে বেরিয়ে ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জনের পর কখনো বিশ্বকাপ খেলতে পারেনি। এবার স্বপ্ন পূরণের খুব কাছে দাঁড়িয়ে তারা।
১ ঘণ্টা আগে‘টাকার বৃষ্টি’ ঝরে বলেই ক্রিকেটার থেকে শুরু করে ধনকুবেররা পাখির চোখ করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএল তাই হয়ে উঠেছে ভারতের সোনার ডিম পাড়া রাজহাঁস।
১ ঘণ্টা আগেরংপুর রাইডার্স এবারের গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দারুণ খেললেও সৌম্য সরকার নেই ছন্দে। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার এমন এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন, যেখানে পাশে পাচ্ছেন সাকিব আল হাসানকে।
২ ঘণ্টা আগে