হাকালুকিতে বিলুপ্ত ৪৪ প্রজাতির দেশীয় মাছ
দেশের অন্যতম মৎস্যভান্ডার খ্যাত হাকালুকি হাওরে দিন দিন বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ। হাওরটিতে ১০৭ প্রজাতির মধ্যে ৪৪ প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে। প্রতিবেশগত সংকটাপন্ন, প্রজননের সময় অবাধে মাছ শিকার, অভয়াশ্রমের অপ্রতুলতাসহ নানা কারণে বিলুপ্ত হয়েছে এসব দেশীয় মাছ।