কুমিল্লায় রাঘববোয়ালের কাছে ইসি আত্মসমর্পণ করেছে: সুজন
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নির্বাচন কমিশন চুনোপুঁটিদের বিষয়ে ব্যবস্থা নিলেও রাঘববোয়ালের কাছে নতজানু ও আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, কুসিক নির্বাচনে দেখা গেছে, তারা (ইসি) আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করেনি।