‘কী স্বপ্ন দেখলাম, আর কী হলো’—জাবিতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা
সে ছাত্র রাজনীতি করুক আমি তা চাইনি। আমি তাকে আমার আদর্শে মানুষ করার চেষ্টা করেছিলাম। কী স্বপ্ন দেখলাম, আর কী হলো। আমি এখন কারও সাথে ফোনে কথা বলতে কষ্ট পাই। আমি বাইরে যেতে কষ্ট পাই, লজ্জা পাই। আমি খুব হতাশ...