কিশোর গ্যাংয়ের প্রধান লেগুনার হেলপার হৃদয়
দুই বছর ধরে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, বেড়িবাঁধ, ঢাকা উদ্যান এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল ব্রেভ ডেঞ্জার স্ট্রং কিং (বিডিএসকে) নামে একটি গ্যাং। এই গ্যাংয়ের প্রধান শ্রীনাথ মণ্ডল ওরফে হৃদয় ওরফে হিটার হৃদয় (২২)। তাঁর নিয়ন্ত্রণে রয়েছে ২০-২৫ জন কিশোর-তরুণ।