শ্রীপুরে ‘কিশোর গ্যাং’ সদস্যদের হামলায় ওষুধ ব্যবসায়ী নিহত
হাসিবুল ইসলাম বাদশার প্রাইভেটকারচালক শিমুল হোসেন বলেন, ‘মাওনায় বাসার সামনে গাড়ি দাঁড় করানোর পরপরই ওরা অস্বাভাবিক আচরণ করতে থাকে। আমরা মনে করেছি, ওরা রাস্তা দিয়ে চলে যাবে। কিন্তু ওরা গাড়ির সামনে এসে নারীদের দেখে উল্লাস শুরু করে। এরপর নারীদের গায়ে হাত দেয়। গাড়ি থেকে নামার পর আমাকে মারধর করে।