রাজধানীতে গার্মেন্টসে বিদ্যুতায়িত হয়ে মালিকের মৃত্যু
মৃত আলমগীরের সহকর্মী মো. রোহান জানান, রায়েরবাগের রানা পেট্রলপাম্পের পেছনে সজীব গার্মেন্টস নামের একটি ছোট কারখানার মালিক আলমগীর। আজ সকালে কারখানায় কাজ করছিলেন তিনি। এ সময় মেশিন থেকে বিদ্যুতায়িত হন। দেখতে পেয়ে কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় আলমগীরের।