Ajker Patrika

গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি
আহত শ্রমিকেরা। ছবি: সংগৃহীত
আহত শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানায় আজ রোববারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিকেরা জানায়, মহানগরীর সাইনবোর্ড এলাকায় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানা রয়েছে। প্রতিদিনের ন্যায় শ্রমিকেরা আজ সকালে কারখানায় কাজে যোগ দেন। কাজ করার সময় বেলা ১১টার দিকে কারখানায় পানি পান করে শ্রমিকেরা অসুস্থ হতে শুরু করেন। একে একে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে অসুস্থ শ্রমিকদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অধিকাংশ শ্রমিককে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী জানান, পানি পান করার পর কিছু শ্রমিক অসুস্থবোধ করেন। পরে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা বলছেন, ‘পানি পান করে অসুস্থ হয়েছেন। কিন্তু আমাদের কারখানায় হাউসিং মেইনটেইন করে থাকি।’ তিনি জানান, চিকিৎসকেরা বলেছেন এটি পানিবাহিত রোগ। তবে ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে উঠছেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ জানান, রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার পানি পান করে এক শর মতো শ্রমিক পেটের সমস্যায় অসুস্থ হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, একটি কারখানার বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...