পাহাড়ি মেয়ে জ্যাকলিন, গানের সঙ্গে সারাদিন
কাপ্তাইয়ের সংগীতাঙ্গনের অতি পরিচিত মুখ জ্যাকলিন তঞ্চঙ্গ্যা। তিনি একজন মেলোডি গানের শিল্পী। রবীন্দ্র-নজরুল সংগীত, আধুনিক গান, ফোক গান এবং উপজাতীয় গান সব ধরনের গান গাইতে পারদর্শী তিনি। কণ্ঠের অপূর্ব মাদকতায় ইতিমধ্যে মন জয় করেছে পাহাড় ও সমতলের অসংখ্য শ্রোতার।