সাবেক কাউন্সিলর টিপু খুনের পেছনে চরমপন্থী নেতা, দাবি স্ত্রীর
কক্সবাজারের সমুদ্রসৈকতে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর (৫৪) খুন হওয়ার পেছনে সাবেক চরমপন্থী নেতাকে দায়ী করেছেন তাঁর স্ত্রী। টিপুর স্ত্রী অভিযোগ, চরমপন্থী নেতা গাজী কামরুল ফোনে টিপুকে নিয়মিত হুমকি দিতেন এবং তাঁর জনপ্রিয়তা সহ্য করতে পারতেন না।