নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাক চালক সুজন হত্যা মামলায় কাউন্সিলর সলিমুল্লাহ সলু ও স্থানীয় ছাত্রলীগ নেতা কামরুজ্জামানকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। প্রত্যেককে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানা-পুলিশ পরিদর্শক সবুজ রহমান। শুনানি শেষে আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আগের দিন এই দুইজনকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ট্রাকচালক সুজনের ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গত ২২ আগস্ট এই মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের। মোট ৭৯ জন নামীয় আসামি ও ৫০০ জনকে বেনামি আসামি করা হয় এই মামলায়।
মামলায় নিহতের ভাই অভিযোগ করেন, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাঁর ভাই সুজনকে আসামিরা পারস্পরিক যোগসাজসে গুলি করে মেরেছে। সুজন পেশায় একজন ট্রাক চালক। ঘটনার দিন সুজন মোহাম্মদপুর বেড়িবাঁধের লাউতলা এলাকায় তার ট্রাক গ্যারেজে রেখে বাড়ি ফেরার সময় বছিলা তিন রাস্তা সংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায় গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাক চালক সুজন হত্যা মামলায় কাউন্সিলর সলিমুল্লাহ সলু ও স্থানীয় ছাত্রলীগ নেতা কামরুজ্জামানকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। প্রত্যেককে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানা-পুলিশ পরিদর্শক সবুজ রহমান। শুনানি শেষে আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আগের দিন এই দুইজনকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ট্রাকচালক সুজনের ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গত ২২ আগস্ট এই মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের। মোট ৭৯ জন নামীয় আসামি ও ৫০০ জনকে বেনামি আসামি করা হয় এই মামলায়।
মামলায় নিহতের ভাই অভিযোগ করেন, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাঁর ভাই সুজনকে আসামিরা পারস্পরিক যোগসাজসে গুলি করে মেরেছে। সুজন পেশায় একজন ট্রাক চালক। ঘটনার দিন সুজন মোহাম্মদপুর বেড়িবাঁধের লাউতলা এলাকায় তার ট্রাক গ্যারেজে রেখে বাড়ি ফেরার সময় বছিলা তিন রাস্তা সংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায় গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ময়মনসিংহে ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এই রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়।
১৩ মিনিট আগেনাটোরের লালপুরে নিখোঁজের দুই দিন পর মো. সোহাগ হোসেন সুইট (২১) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২১ জুলাই) উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে চকিদার মোড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নেগেটিভ গ্রুপের রক্তের সংকট দেখা দিয়েছে। সবচেয়ে সংকট পড়েছে ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্তের।
২৪ মিনিট আগেঢাকায় বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের রাজশাহীর বাড়ির সামনে ভিড় করছেন প্রতিবেশী ও স্বজনেরা। স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। আর তৌকিরের পরিবারের সদস্যদের বিকেলে রাজশাহী থেকে বিমানবাহিনীর উড়োহাজাজে করে ঢাকায় নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে