‘যৌতুকের জন্য’ স্ত্রীর হাত-পায়ের রগ কাটলেন স্বামী
চট্টগ্রামের কর্ণফুলীর উপজেলায় খুরশিদা আকতার (৩০) এক গৃহবধূর হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটস্থল থেকে স্বামী মোহাম্মদ এয়াকুবকে (৪০) আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ, যৌতুকের টাকার জন্য গৃহবধূর ওপর এই নির্যাতন চালানো হয়েছে।