Ajker Patrika

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে খুন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২২: ২০
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে খুন

চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় চট্টগ্রামের কর্ণফুলীতে মা-ছেলে খুনের ঘটনা ঘটেছে। এতে মা হোসনে আরা বেগম ও তাঁর ছেলে মোহাম্মদ পারভেজ নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও দুজন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার মো. তৈয়ব আহমেদের স্ত্রী ও ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিকলবাহা ইউনিয়নের তৈয়ব আহমেদ ও মোহাম্মদ আলী পরিবারের সঙ্গে চলাচলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ নিয়ে দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মোহাম্মদ আলীর পরিবারের লোকজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ তৈয়বের পরিবারের লোকজনের ওপর চড়াও হন।

এতে এলোপাতাড়ি কুপিয়ে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫) ও তাঁর সন্তান মোহাম্মদ পারভেজ (৩১) গুরুতর আহত হন। গুরুতর আহত হন একই পরিবারের মোহাম্মদ আরজু (২২) ও মোহাম্মদ সিফাত (১৫) নামে আরও দুজন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘চলাচলের রাস্তা নিয়ে বিবদমান প্রতিবেশীদের সঙ্গে মারামারিতে মা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত