এ্যানির কোলজুড়ে স্বপ্ন-পদ্মা-সেতু
গত শুক্রবার (১৭ জুন) সকালটি ছিলো এ্যানি-অপু দম্পতির জন্য জীবনের অন্যতম খুশির দিন। একই সঙ্গে এই দম্পতির ঘরে আসে তিন সন্তান। তাদের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। পুরো দেশ যখন পদ্মা সেতু উদ্বোধনের প্রহর গুনছে, ঠিক তখনই সেই স্মৃতি আঁকড়ে রাখার পরিকল্পনা করেন তাঁরা। তিন সন্তানের নাম দেন যথাক্রমে স্বপ্ন, পদ্