কক্সবাজার-৪: আবার মনোনয়ন চান বদি, সঙ্গে স্ত্রী-শ্যালকও
মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে এবার দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন আবদুর রহমান বদি, বর্তমান সংসদ সদস্য শাহীনা আক্তার, বদির শ্যালক জাহাঙ্গীর কবির চৌধুরী...