পর্যটন নগরী কক্সবাজারে চালু হলো এয়ার এ্যাস্ট্রার সেলস অফিস
কক্সবাজারে দেশের নবীনতম বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রার নতুন সেলস অফিসের যাত্রা শুরু করেছে। আজ সোমবার সেলস অফিসটির উদ্বোধন করেন সংগীত শিল্পী হামিন আহমেদ। তিনি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি, বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফরমারস সোসাইটির (বিএলসিপিএস) সিইও