উত্তরা (ঢাকা) প্রতিনিধি
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছ। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানা-পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন সদর দপ্তর সংলগ্ন এলাকা এবং বিমানবন্দর পার্কিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মধ্যরাতে তাদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের কোতোয়ালি উপজেলার টাইগার পাস গ্রামের মৃত আ. কাদিরের ছেলে মো. সাকিব (২২), ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার লোহাগড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সুমন ওরফে সুমন আলী ওরফে মনিরুজ্জামান সুমন সরদার (২১), বরিশালের আগৈলঝারা উপজেলার উত্তর শ্রীবাসা গ্রামের কামাল হোসেনের ছেলে হৃদয় মঞ্জিল (২১), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামের নুরু মিয়ার ছেলে মো. জয় (২২), ঢাকার খিলক্ষেতের খাঁ পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৪৩) ও ঢাকার পল্লবীর মিরপুর দুয়ারিপাড়া এলাকার হোসেন মাতব্বরের ছেলে আলী আকবর (৩২)।
এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন সংলগ্ন এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। পরে তাদের দেওয়া তথ্যমতে বিমানবন্দরের পার্কিং থেকে আরও তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার পর বিমানবন্দর ক্যাব কোর্টে পাঠানো হলে বিচারক তাদের প্রত্যেককে এক মাসের করে সাঁজা প্রদান করেন।’
পরবর্তীতে বৃহস্পতিবার মধ্যরাতে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছ। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানা-পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন সদর দপ্তর সংলগ্ন এলাকা এবং বিমানবন্দর পার্কিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মধ্যরাতে তাদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের কোতোয়ালি উপজেলার টাইগার পাস গ্রামের মৃত আ. কাদিরের ছেলে মো. সাকিব (২২), ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার লোহাগড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সুমন ওরফে সুমন আলী ওরফে মনিরুজ্জামান সুমন সরদার (২১), বরিশালের আগৈলঝারা উপজেলার উত্তর শ্রীবাসা গ্রামের কামাল হোসেনের ছেলে হৃদয় মঞ্জিল (২১), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামের নুরু মিয়ার ছেলে মো. জয় (২২), ঢাকার খিলক্ষেতের খাঁ পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৪৩) ও ঢাকার পল্লবীর মিরপুর দুয়ারিপাড়া এলাকার হোসেন মাতব্বরের ছেলে আলী আকবর (৩২)।
এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন সংলগ্ন এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। পরে তাদের দেওয়া তথ্যমতে বিমানবন্দরের পার্কিং থেকে আরও তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার পর বিমানবন্দর ক্যাব কোর্টে পাঠানো হলে বিচারক তাদের প্রত্যেককে এক মাসের করে সাঁজা প্রদান করেন।’
পরবর্তীতে বৃহস্পতিবার মধ্যরাতে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
৮ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
১৮ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
২৩ মিনিট আগে