এসএসসির গণিতে ৯ পেলেই পাস, ৫৫–তে এ প্লাস! সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি
‘গণিত প্রশ্ন কঠিন হয়েছে। তাই সুখবর মাত্র ৯ পেলেই পাশ, ৫৫ পেলে A প্লাস’—এমন শিরোনামে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগোযুক্ত থাম্বনেইল ব্যবহার করে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে। থাম্বনেইলের একপাশে সংবাদমাধ্যমটির একজন সংবাদ উপস্থাপক এবং অন্য পাশে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি আছে।