প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগেও বরিসের অফিসে চলেছে মদের পার্টি
রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষ কৃত্যের আগেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কর্মীরা আয়োজন করেছিল মদ পার্টির। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।