Ajker Patrika

প্রিন্স ফিলিপের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রিন্স ফিলিপের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (৯৯) মারা গেছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এ খবর নিশ্চিত করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজ-পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, ডিউক অব এডিনবার্গ আজ শুক্রবার সকালে রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্যালেস থেকে বিবৃতে বলা হয়েছে, গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, মহামান্য রানি তাঁর স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের মৃত্যুর কথা জানিয়েছেন।

ডিউক অব এডিনবার্গ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। বিয়ের পাঁচ বছরের মাথায় দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের রানি হন। আর তখন থেকে দীর্ঘ ৬৯ বছর রানির পাশেই ছিলেন প্রিন্স ফিলিপ।

ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে প্রিন্স ফিলিপই কোনো রাজা বা রানির দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন।

ফেব্রুয়ারি মাসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।একটু সুস্থ হলে এক মাস পর রাজপ্রাসাদে ফিরে আসেন।

প্রিন্সের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার।

এর আগে ২০১৭ সালে ৯৬ বছর বয়সে প্রিন্স অবসরের ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহনের পর থেকে নৌবাহীনির সাবেক কর্মকর্তা ফিলিপ ২২ হাজার ২২৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। জীবদ্দশায় ৬৩৭বার তিনি বিদেশ সফরে গেছেন। বিভিন্ন অনুষ্ঠানে সাড়ে পাঁচ হাজারের বেশি বক্তব্য দিয়েছেন।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত