শিষ্যদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে নারাজ মেসিদের কোচ
লিগ ওয়ানে এ বছর ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতেই যেন পারছে না প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। জয়, পরাজয়, ড্র-সবকিছুরই স্বাদ পিএসজি পাচ্ছে এবার লিগ ওয়ানে। গতকাল পার্ক দে প্রিন্সেসে ২-০ গোলে রেনের কাছে হেরে যায় পিএসজি। ম্যাচ হারলেও শিষ্যদের কোনো দোষ দিতে চান না ক্রিস্তফ গালতিয়ের।