Ajker Patrika

এমবাপ্পে প্রসঙ্গে বলতে নারাজ আনচেলত্তি 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৪: ৪৭
Thumbnail image

কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে গুঞ্জন চলছে বেশ কয়েক বছর। কোচ বদলালেও এমবাপ্পের রিয়ালে যাওয়া নিয়ে এখনো চলছে আলাপ-আলোচনা। ফরাসি এই ফরোয়ার্ডকে নিয়ে ধোঁয়াশা রেখেছেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

সান্তিয়াগো বার্নাব্যুতে আজ লা-লিগায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও এস্পানিওল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন আনচেলত্তি। মাদ্রিদ কোচকে এমবাপ্পের সঙ্গে চুক্তির বিষয়ে এ প্রশ্ন করা হয়েছিল। আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পের সঙ্গে কি আমরা চুক্তি করব? আপনারা আজ জিজ্ঞেস করুন। চাইলে আগামী দুই সপ্তাহ, তিন মাস আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি কখনোই এই প্রশ্নের উত্তর দিচ্ছি না।’

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলে ৩১ ম্যাচে করেছেন ৩০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৮টিতে। ফরাসি এই ফরোয়ার্ড ছন্দে থাকলেও তাঁর দল এরই মধ্যে ছিটকে গেছে চ্যাম্পিয়নস লিগ থেকে। বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলে ৩-০ গোলে হেরে এবার শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে প্যারিসিয়ানরা। অন্যদিকে অ্যানফিল্ডে প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছানোর কাজ অনেকটা সেরে রেখেছে মাদ্রিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত