জাহাঙ্গীরনগরে একুশের চেতনায় নান্দনিক স্থাপত্যকর্ম
শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার প্রতি মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতার সংগ্রামে দুর্জয় অনুপ্রেরণা সৃষ্টির দীপ্তিতে দিগন্ত উদ্ভাসিত করেছে একুশে ফেব্রুয়ারি। মহান এ চেতনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে দেশবিখ্যাত দুটি ভাস্কর্য। একটি শহীদ মিনার, অন্যটি অমর একুশে ভাস্কর্য।