আত্মহত্যা ঠেকাতে না পারার আফসোস অল্টম্যানের
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মধ্যে আত্মহত্যা প্রবণ ব্যক্তিদের সহায়তা করতে না পারার বিষয়টি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। তাঁর ভাষায়, প্রতি সপ্তাহে হাজারখানেক মানুষ আত্মহত্যার আগে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেন—তাদের কাউকে যদি থামানো যেত, সেটাই এখন তাঁর বড় আফসোস।