আজকের পত্রিকা ডেস্ক
জেমিনির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি এডিটিং মডেল ‘ন্যানো ব্যানানা’ উন্মোচনের পর অ্যাপটির ডাউনলোডের সংখ্যা বেড়েই চলছে। আগস্টে চালু হওয়া এই মডেল ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। কারণ ছবির জটিল এডিটগুলো সহজেই এই অ্যাপ দিয়ে করা যাচ্ছে।
অ্যাপ বিশ্লেষণ সংস্থা অ্যাপফিগারস জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই অ্যাপটি ডাউনলোডের পরিমাণ বেড়েছে ৪৫ শতাংশ। গত আগস্টে যেখানে ডাউনলোডের সংখ্যা ছিল ৮৭ লাখ, সেপ্টেম্বরের প্রথমার্ধেই তা বেড়ে হয়েছে ১ কোটি ২৬ লাখ।
চলতি বছরের ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে সর্বোচ্চ তৃতীয় অবস্থানে উঠেছিল জেমিনি। তবে ‘ন্যানো ব্যানানা’ চালুর পরপরই গত ৮ সেপ্টেম্বর অ্যাপটি দ্বিতীয় স্থানে পৌঁছে যায় এবং ১২ সেপ্টেম্বর থেকে অ্যাপ স্টোরের শীর্ষস্থানটি দখল করে নেয়। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরের শীর্ষ অ্যাপ, আর দ্বিতীয় স্থানে রয়েছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। বর্তমানে অ্যাপ স্টোরের শীর্ষ দশে অন্য কোনো এআই অ্যাপ নেই।
অ্যাপফিগারসের তথ্যমতে, জেমিনি বর্তমানে বিশ্বের ১০৮টি দেশের মধ্যে আইফোনের শীর্ষ পাঁচ অ্যাপের তালিকায় রয়েছে।
অন্যদিকে, গুগল প্লে স্টোরেও জেমিনির উত্থান চোখে পড়ার মতো। গত ৮ সেপ্টেম্বর পর্যন্ত যেখানে এটি যুক্তরাষ্ট্রে ২৬তম অবস্থানে ছিল, সেখানে সোমবারের মধ্যে এটি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যদিও অ্যান্ড্রয়েড গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও এখনো শীর্ষস্থান ধরে রেখেছে চ্যাটজিপিটি।
জেমিনির এই সাফল্য নিয়ে গুগলও সরব। গুগল জেমিনি ও গুগল ল্যাবসের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড ৮ সেপ্টেম্বর এক্সে (পূর্বের টুইটার) পোস্ট করে জানান, ‘ন্যানো ব্যানানা’ চালুর পর থেকে অ্যাপটিতে ২ কোটি ৩০ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন এবং তাঁরা এর মাধ্যমে ৫০ কোটির বেশি ছবি শেয়ার করেছেন।
এই দ্রুত উত্থান অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ব্যয়েও বড় প্রভাব ফেলেছে। অ্যাপফিগারসের হিসাব অনুযায়ী, শুধু আইওএস প্ল্যাটফর্মে এ বছর জেমিনি ৬৩ লাখ ডলার আয় করেছে, যার মধ্যে আগস্টে এসেছে ১৬ লাখ ডলার। মূলত ‘ন্যানো ব্যানানা’ মডেল চালুর পর আগস্টে এই আয় হয়েছে। এটি জানুয়ারির আয়ের (১ লাখ ১৫ হাজার ডলার) তুলনায় ১ হাজার ২৯১ শতাংশ বেশি।
সেপ্টেম্বরে এখন পর্যন্ত অ্যাপটি ৭ লাখ ৯২ হাজার ডলার আয় করেছে, যা আগস্টের মোট আয়ের প্রায় অর্ধেক। তবে মাসটি শেষ হতে এখনো অনেক দিন বাকি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েডে চালু হওয়ার পর থেকে এবং পরে আইওএসে বিস্তারের মাধ্যমে জেমিনি অ্যাপটি এ পর্যন্ত মোট ১৮ কোটি ৫৪ লাখ বার ডাউনলোড হয়েছে। শুধু ২০২৫ সালেই ডাউনলোড হয়েছে ১০ কোটি ৩৭ লাখ বার।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
জেমিনির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি এডিটিং মডেল ‘ন্যানো ব্যানানা’ উন্মোচনের পর অ্যাপটির ডাউনলোডের সংখ্যা বেড়েই চলছে। আগস্টে চালু হওয়া এই মডেল ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। কারণ ছবির জটিল এডিটগুলো সহজেই এই অ্যাপ দিয়ে করা যাচ্ছে।
অ্যাপ বিশ্লেষণ সংস্থা অ্যাপফিগারস জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই অ্যাপটি ডাউনলোডের পরিমাণ বেড়েছে ৪৫ শতাংশ। গত আগস্টে যেখানে ডাউনলোডের সংখ্যা ছিল ৮৭ লাখ, সেপ্টেম্বরের প্রথমার্ধেই তা বেড়ে হয়েছে ১ কোটি ২৬ লাখ।
চলতি বছরের ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে সর্বোচ্চ তৃতীয় অবস্থানে উঠেছিল জেমিনি। তবে ‘ন্যানো ব্যানানা’ চালুর পরপরই গত ৮ সেপ্টেম্বর অ্যাপটি দ্বিতীয় স্থানে পৌঁছে যায় এবং ১২ সেপ্টেম্বর থেকে অ্যাপ স্টোরের শীর্ষস্থানটি দখল করে নেয়। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরের শীর্ষ অ্যাপ, আর দ্বিতীয় স্থানে রয়েছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। বর্তমানে অ্যাপ স্টোরের শীর্ষ দশে অন্য কোনো এআই অ্যাপ নেই।
অ্যাপফিগারসের তথ্যমতে, জেমিনি বর্তমানে বিশ্বের ১০৮টি দেশের মধ্যে আইফোনের শীর্ষ পাঁচ অ্যাপের তালিকায় রয়েছে।
অন্যদিকে, গুগল প্লে স্টোরেও জেমিনির উত্থান চোখে পড়ার মতো। গত ৮ সেপ্টেম্বর পর্যন্ত যেখানে এটি যুক্তরাষ্ট্রে ২৬তম অবস্থানে ছিল, সেখানে সোমবারের মধ্যে এটি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যদিও অ্যান্ড্রয়েড গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও এখনো শীর্ষস্থান ধরে রেখেছে চ্যাটজিপিটি।
জেমিনির এই সাফল্য নিয়ে গুগলও সরব। গুগল জেমিনি ও গুগল ল্যাবসের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড ৮ সেপ্টেম্বর এক্সে (পূর্বের টুইটার) পোস্ট করে জানান, ‘ন্যানো ব্যানানা’ চালুর পর থেকে অ্যাপটিতে ২ কোটি ৩০ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন এবং তাঁরা এর মাধ্যমে ৫০ কোটির বেশি ছবি শেয়ার করেছেন।
এই দ্রুত উত্থান অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ব্যয়েও বড় প্রভাব ফেলেছে। অ্যাপফিগারসের হিসাব অনুযায়ী, শুধু আইওএস প্ল্যাটফর্মে এ বছর জেমিনি ৬৩ লাখ ডলার আয় করেছে, যার মধ্যে আগস্টে এসেছে ১৬ লাখ ডলার। মূলত ‘ন্যানো ব্যানানা’ মডেল চালুর পর আগস্টে এই আয় হয়েছে। এটি জানুয়ারির আয়ের (১ লাখ ১৫ হাজার ডলার) তুলনায় ১ হাজার ২৯১ শতাংশ বেশি।
সেপ্টেম্বরে এখন পর্যন্ত অ্যাপটি ৭ লাখ ৯২ হাজার ডলার আয় করেছে, যা আগস্টের মোট আয়ের প্রায় অর্ধেক। তবে মাসটি শেষ হতে এখনো অনেক দিন বাকি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েডে চালু হওয়ার পর থেকে এবং পরে আইওএসে বিস্তারের মাধ্যমে জেমিনি অ্যাপটি এ পর্যন্ত মোট ১৮ কোটি ৫৪ লাখ বার ডাউনলোড হয়েছে। শুধু ২০২৫ সালেই ডাউনলোড হয়েছে ১০ কোটি ৩৭ লাখ বার।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
১ দিন আগেজনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
১ দিন আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
১ দিন আগে