আজকের পত্রিকা ডেস্ক
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জেমিনির ‘ন্যানো ব্যানানা শাড়ি ট্রেন্ড’ এখন ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তবে এই ট্রেন্ডের মাঝেই এক নারী ভয়ংকর এক অভিজ্ঞতার কথা জানিয়ে ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে ওই নারী জানান, তিনিও এই ট্রেন্ডে অংশ নিয়েছিলেন। নিজের একটি ছবি জেমিনিতে আপলোড করে শাড়ি পরিহিত রূপে একটি এডিটেড ছবি তৈরির অনুরোধ করেন। তবে তৈরি হওয়া ছবিতে এমন কিছু ছিল, যা তাঁকে হতবাক করেছে।
ওই নারী বলেন, ‘আমি যখন ছবি জেনারেট (তৈরি) করলাম, তখন খুবই ভয়ংকর একটা জিনিস দেখলাম। জেমিনি কীভাবে জানল আমার শরীরের এই জায়গায় একটি তিল আছে? ছবিতে সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা খুবই ভয়ংকর ও অস্বস্তিকর। এখনো বুঝতে পারছি না এটা কীভাবে হলো। আমি শুধু চাই সবাই সচেতন থাকুক। সামাজিক যোগাযোগমাধ্যম বা এআই প্ল্যাটফর্মে কিছু আপলোড করার আগে সাবধান হন।’
তিনি মূলত ফুল স্লিভ (পূর্ণ হাতার) সালোয়ার-কামিজ পরা একটি ছবি আপলোড করেন। তবে জেমিনির তৈরি করা ছবিতে তাঁকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। আর শাড়ির আঁচলের নিচে তাঁর ডান হাতের তিলটি দেখা যায়, যা বাস্তবেই তাঁর হাতের একই জায়গায় রয়েছে।
ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৭০ লাখ ভিউ পেয়েছে এবং শত শত মন্তব্য জমা পড়েছে। অনেক ব্যবহারকারী জানান, তাঁদের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। কেউ কেউ বলছেন, ছবিতে এমন কিছু দেখা গেছে, যা মূল ছবিতে ছিল না।
এক ব্যবহারকারী লেখেন, ‘সবকিছুই এখন একে অপরের সঙ্গে সংযুক্ত। জেমিনি গুগলের, আর গুগল আমাদের ফোনের ছবি ও ভিডিও স্ক্যান করতে পারে। তাই এই ছবিগুলো বানানো হয় আরও নির্ভুলভাবে।’
আরেকজন মন্তব্য করেন, ‘আমার ক্ষেত্রেও এমন হয়েছিল। আমার শরীরের ট্যাটু, যা ছবিতে দেখা যাচ্ছিল না, সেটাও জেমিনির বানানো ছবিতে স্পষ্ট দেখা গেছে।’
তৃতীয় একজন লেখেন, ‘এটাই এআইয়ের কাজ। আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে এআই আপনার অতীতের ছবি ব্যবহার করে রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী ছবি তৈরি করে।’
আরও একজন বলছেন, ‘এটা পুরোপুরি টেকনিক্যাল বিষয়। এআই আপনার ইন্টারনেটে আপলোড করা ছবি বিশ্লেষণ করে এবং অনুরোধ অনুযায়ী রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী ইমেজ বানায়। ব্যস, এতটুকুই।’
ন্যানো ব্যানানা কী
ন্যানো ব্যানানা হলো গুগলের জেমিনি অ্যাপে থাকা একটি ইমেজ এডিটিং এআই মডেল। এটি প্রথমে জনপ্রিয়তা পায় থ্রিডি ফিগারজাতীয় এডিট বানানোর মাধ্যমে। পরে এটি ‘শাড়ি ট্রেন্ড’-এ বিস্তার লাভ করে। বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশে এই ট্রেন্ড জনপ্রিয় হয়ে ওঠে।
এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ছবিকে এমনভাবে রূপান্তর করতে পারেন, যেন তাঁরা প্রাচীন বা ক্ল্যাসিক ব্যাকড্রপে শাড়ি পরিহিত অবস্থায় রয়েছেন। তবে এই সুবিধাই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রযুক্তি যেমন সুবিধা দেয়, তেমনি সচেতনতারও প্রয়োজন। ব্যবহারকারীদের এমন এআই টুল ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: এনডিটিভি
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জেমিনির ‘ন্যানো ব্যানানা শাড়ি ট্রেন্ড’ এখন ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তবে এই ট্রেন্ডের মাঝেই এক নারী ভয়ংকর এক অভিজ্ঞতার কথা জানিয়ে ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে ওই নারী জানান, তিনিও এই ট্রেন্ডে অংশ নিয়েছিলেন। নিজের একটি ছবি জেমিনিতে আপলোড করে শাড়ি পরিহিত রূপে একটি এডিটেড ছবি তৈরির অনুরোধ করেন। তবে তৈরি হওয়া ছবিতে এমন কিছু ছিল, যা তাঁকে হতবাক করেছে।
ওই নারী বলেন, ‘আমি যখন ছবি জেনারেট (তৈরি) করলাম, তখন খুবই ভয়ংকর একটা জিনিস দেখলাম। জেমিনি কীভাবে জানল আমার শরীরের এই জায়গায় একটি তিল আছে? ছবিতে সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা খুবই ভয়ংকর ও অস্বস্তিকর। এখনো বুঝতে পারছি না এটা কীভাবে হলো। আমি শুধু চাই সবাই সচেতন থাকুক। সামাজিক যোগাযোগমাধ্যম বা এআই প্ল্যাটফর্মে কিছু আপলোড করার আগে সাবধান হন।’
তিনি মূলত ফুল স্লিভ (পূর্ণ হাতার) সালোয়ার-কামিজ পরা একটি ছবি আপলোড করেন। তবে জেমিনির তৈরি করা ছবিতে তাঁকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। আর শাড়ির আঁচলের নিচে তাঁর ডান হাতের তিলটি দেখা যায়, যা বাস্তবেই তাঁর হাতের একই জায়গায় রয়েছে।
ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৭০ লাখ ভিউ পেয়েছে এবং শত শত মন্তব্য জমা পড়েছে। অনেক ব্যবহারকারী জানান, তাঁদের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। কেউ কেউ বলছেন, ছবিতে এমন কিছু দেখা গেছে, যা মূল ছবিতে ছিল না।
এক ব্যবহারকারী লেখেন, ‘সবকিছুই এখন একে অপরের সঙ্গে সংযুক্ত। জেমিনি গুগলের, আর গুগল আমাদের ফোনের ছবি ও ভিডিও স্ক্যান করতে পারে। তাই এই ছবিগুলো বানানো হয় আরও নির্ভুলভাবে।’
আরেকজন মন্তব্য করেন, ‘আমার ক্ষেত্রেও এমন হয়েছিল। আমার শরীরের ট্যাটু, যা ছবিতে দেখা যাচ্ছিল না, সেটাও জেমিনির বানানো ছবিতে স্পষ্ট দেখা গেছে।’
তৃতীয় একজন লেখেন, ‘এটাই এআইয়ের কাজ। আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে এআই আপনার অতীতের ছবি ব্যবহার করে রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী ছবি তৈরি করে।’
আরও একজন বলছেন, ‘এটা পুরোপুরি টেকনিক্যাল বিষয়। এআই আপনার ইন্টারনেটে আপলোড করা ছবি বিশ্লেষণ করে এবং অনুরোধ অনুযায়ী রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী ইমেজ বানায়। ব্যস, এতটুকুই।’
ন্যানো ব্যানানা কী
ন্যানো ব্যানানা হলো গুগলের জেমিনি অ্যাপে থাকা একটি ইমেজ এডিটিং এআই মডেল। এটি প্রথমে জনপ্রিয়তা পায় থ্রিডি ফিগারজাতীয় এডিট বানানোর মাধ্যমে। পরে এটি ‘শাড়ি ট্রেন্ড’-এ বিস্তার লাভ করে। বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশে এই ট্রেন্ড জনপ্রিয় হয়ে ওঠে।
এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ছবিকে এমনভাবে রূপান্তর করতে পারেন, যেন তাঁরা প্রাচীন বা ক্ল্যাসিক ব্যাকড্রপে শাড়ি পরিহিত অবস্থায় রয়েছেন। তবে এই সুবিধাই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রযুক্তি যেমন সুবিধা দেয়, তেমনি সচেতনতারও প্রয়োজন। ব্যবহারকারীদের এমন এআই টুল ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: এনডিটিভি
এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
১ দিন আগেজনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
১ দিন আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
১ দিন আগে