বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে সৈয়দপুরে উধাও ৩ পরিবার
বড় ভাই কমল পেশায় দিনমজুর। অন্য দুই ভাই পরিমল ও নির্মল ব্যবসায়ী। তাঁদের বাড়ির পাশে পোড়ারহাটে পরিমলের রয়েছে ‘গণেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এবং নির্মলের ধান-চালের পাইকারি ব্যবসা। নির্মল চন্দ্রের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ‘মেসার্স শুভ ট্রেডার্স’। তাঁরা উভয়েই ব্যবসার কথা বলে ব্র্যাক, আশা, গার্ক এনজিওসহ ব