দোকানে দোকানে ক্রেতার ভিড়
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঈদের কেনাকাটা জমে উঠেছে। উপজেলার সব বিপণিবিতানে তৈরি পোশাক, কাপড়, জুতা ও প্রসাধনীর দোকানগুলোতে প্রতিদিনই মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। করোনার কারণে গত দুই বছর ব্যবসা ভালো না হলেও এবারের ঈদে ক্ষতি পুষিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের।