রোজাদারকে ইফতার করানোর সওয়াব
চলছে বহুবিধ কল্যাণ ও ফজিলতের মাস রমজান। এ মাসে আমরা যে যেভাবে পারি, নিজেকে সওয়াবের কাজে জড়িয়ে রাখি। তবে রমজানের অন্যতম বড় সওয়াবের কাজ হলো, রোজাদারকে ইফতার করানো। রোজাদার গরিব হোক বা ধনী, বন্ধু হোক বা অপরিচিত, দূরের কেউ বা কাছের—যেই হোক না কেন, তাকে ইফতার করানোর রয়েছে অসংখ্য সওয়াব।