ফরিদগঞ্জে ইফতারির সামগ্রী বিতরণ করল আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ করেছে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন। ১৫০ অসচ্ছল পরিবার ইফতার সামগ্রী পেয়েছে। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল-আপেল, মালটা, খেজুর, ট্যাং, সেমাই, দুধ, নুডলস ও চিনি।