ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টিকাকেন্দ্রে স্বাস্থ্য সহকারীকে লাঞ্ছিতের অভিযোগ
মেটা-চেয়ারম্যান আবুল বাশার দুপুরে টিকাকেন্দ্রে এসে দুটি নারী বুথ দেখে উত্তেজিত হয়ে স্বাস্থ্য সহকারী এনায়েত করিমকে অকথ্য গালাগাল শুরু করেন। একপর্যায়ে তাঁকে টিকা নিতে আসা মানুষের সামনে কিল, ঘুষি ও লাথি মেরে মেঝেতে ফেলে দেন। এতে কিছু সময়ের জন্য টিকাদান বন্ধ হয়ে যায়।