প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
বদরগঞ্জ উপজেলায় অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে মামলায় জামিনে থাকা আয়নাল এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
চেয়ারম্যান আয়নালকে বরখাস্তের কাগজপত্র স্থানীয় সরকার বিভাগ থেকে হাতে পাওয়ার কথা গতকাল বুধবার জানিয়েছেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম।
এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবুজাফর রিপনের স্বাক্ষরে গত ২৩ আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, চেয়ারম্যান আয়নালের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে ১ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বদরগঞ্জ থানায় গত ১২ মে মামলা হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেলহাজতে যান।
এমন পরিস্থিতিতে চেয়ারম্যান আয়নালের দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় এবং রংপুরের জেলা প্রশাসক তাঁর বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, আয়নাল হক কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।
বদরগঞ্জ থানা সূত্র জানায়, গত ১২ মে থানায় চেয়ারম্যান আয়নালের বিরুদ্ধে ওই মামলাটি করেছিলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মমিনুল হক নামে এক ব্যক্তি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গতকাল জানান, এই মামলায় থানা থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে রংপুরের আমলি আদালত বদরগঞ্জে অভিযোগপত্র দেওয়া হয়। চেয়ারম্যান আয়নাল গত ২৪ জুন আদালতে উপস্থিত হয়ে এ মামলায় জামিন চাইলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে গত ১১ জুলাই আদালতের নির্দেশে তিনি জামিনে মুক্তি পান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে চেয়ারম্যান আয়নাল বলেন, ‘আমার ইটভাটার ব্যবসায়িক লেনদেন ছিল ওই মামলার বাদী মমিনুল হকের সঙ্গে। তিনি আমার কাছে কোনো টাকা পাবেন না। আমার স্বাক্ষরিত একটি ভুয়া নন জুডিশিয়াল স্ট্যাম্প তৈরি করে মমিনুল আমার বিরুদ্ধে ওই টাকা পাওয়ার বিষয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন। তা ছাড়া মামলায় আটক হয়ে আমি ১৭ দিন পর জেল থেকে আদালতের নির্দেশে জামিনে বেরিয়ে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম চালাচ্ছি। ব্যবসায়িক লেনদেনের বিষয় নিয়ে মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আমাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া অযৌক্তিক। বিষয়টি আইনিভাবে লড়াই করা হবে।’
তবে মামলার বাদী মমিনুল হক জানান, ব্যবসায়িক লেনদেনের সূত্রে চেয়ারম্যান আয়নাল তাঁর কাছ থেকে স্ট্যাম্প অনুযায়ী ওই টাকা নিয়ে আর ফেরত দেননি।
বদরগঞ্জ উপজেলায় অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে মামলায় জামিনে থাকা আয়নাল এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
চেয়ারম্যান আয়নালকে বরখাস্তের কাগজপত্র স্থানীয় সরকার বিভাগ থেকে হাতে পাওয়ার কথা গতকাল বুধবার জানিয়েছেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম।
এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবুজাফর রিপনের স্বাক্ষরে গত ২৩ আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, চেয়ারম্যান আয়নালের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে ১ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বদরগঞ্জ থানায় গত ১২ মে মামলা হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেলহাজতে যান।
এমন পরিস্থিতিতে চেয়ারম্যান আয়নালের দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় এবং রংপুরের জেলা প্রশাসক তাঁর বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, আয়নাল হক কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।
বদরগঞ্জ থানা সূত্র জানায়, গত ১২ মে থানায় চেয়ারম্যান আয়নালের বিরুদ্ধে ওই মামলাটি করেছিলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মমিনুল হক নামে এক ব্যক্তি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গতকাল জানান, এই মামলায় থানা থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে রংপুরের আমলি আদালত বদরগঞ্জে অভিযোগপত্র দেওয়া হয়। চেয়ারম্যান আয়নাল গত ২৪ জুন আদালতে উপস্থিত হয়ে এ মামলায় জামিন চাইলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে গত ১১ জুলাই আদালতের নির্দেশে তিনি জামিনে মুক্তি পান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে চেয়ারম্যান আয়নাল বলেন, ‘আমার ইটভাটার ব্যবসায়িক লেনদেন ছিল ওই মামলার বাদী মমিনুল হকের সঙ্গে। তিনি আমার কাছে কোনো টাকা পাবেন না। আমার স্বাক্ষরিত একটি ভুয়া নন জুডিশিয়াল স্ট্যাম্প তৈরি করে মমিনুল আমার বিরুদ্ধে ওই টাকা পাওয়ার বিষয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন। তা ছাড়া মামলায় আটক হয়ে আমি ১৭ দিন পর জেল থেকে আদালতের নির্দেশে জামিনে বেরিয়ে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম চালাচ্ছি। ব্যবসায়িক লেনদেনের বিষয় নিয়ে মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আমাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া অযৌক্তিক। বিষয়টি আইনিভাবে লড়াই করা হবে।’
তবে মামলার বাদী মমিনুল হক জানান, ব্যবসায়িক লেনদেনের সূত্রে চেয়ারম্যান আয়নাল তাঁর কাছ থেকে স্ট্যাম্প অনুযায়ী ওই টাকা নিয়ে আর ফেরত দেননি।
একসময় রাজশাহী নগরে পানি সরবরাহের জন্য প্রতিটি পাম্পে একাধিক অপারেটর থাকতে হতো। প্রযুক্তির কল্যাণে এখন পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) কেন্দ্রীয় কার্যালয় থেকেই এই পাম্প নিয়ন্ত্রণ করা হয়। তারপরও পাম্পগুলোয় দুই থেকে তিনজন করে পাম্প অপারেটর রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগেসিলেটের কানাইঘাটের দরিদ্র পরিবারের সন্তান মো. জাহাঙ্গীর আলম। ২০০৯ সালে যোগ দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) পদে। এরপর ‘জাল-জালিয়াতি, বদলি, নিয়োগ-বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে’ ১৭ বছরে তৃতীয় শ্রেণির এই কর্মচারী বাড়ি-গাড়িসহ নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক হন।
৬ ঘণ্টা আগেচট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে নারীদের স্বাভাবিক সন্তান প্রসবের প্রবণতা বেড়েছে। গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে সিজারিয়ান সেকশন (‘সিজার’ বলে পরিচিত) অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব ১ হাজার ৫৫২টি বেশি হয়েছে।
৬ ঘণ্টা আগেপ্রতিবছরের মতো এবারও পবিত্র রমজানের শুরু থেকে দেশের বৃহত্তম ইফতার মাহফিল চলছে সাতক্ষীরার কালীগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশনে। প্রায় ৮ হাজার মানুষের ইফতার মাহফিল যেন মিলনমেলায় পরিণত হয়েছে।
৬ ঘণ্টা আগে