‘ভিজিএফের ১০ কেজির চালে পেয়েছি ৫ কেজি ৮২০ গ্রাম’
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ উঠেছে। ১০ কেজি করে দেওয়ার কথা থাকলেও কেউ ৫ কেজি, কেউ ৮ কেজি করে চাল পেয়েছেন। তবে, চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা।