‘ফ্রিজ, বই, খেলনা, লাশ’—ইউক্রেনের যত্রতত্র মাইন পুঁতছে রাশিয়া
সাক্ষাৎকারে ইউক্রেনের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরোর সদস্যরা বলেছেন, রাশিয়া কার্যত সবকিছুতেই মাইন ফেলে গেছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, তারা রণক্ষেত্রে তো মাইন রেখেছেই, এমনকি নিষ্ঠুরভাবে আবাসিক এলাকার রেফ্রিজারেটর, খেলনা এবং শিশুদের বইয়ের মতো দৈনন্দিন