Ajker Patrika

কিয়েভে রাতভর রুশ হামলা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৯: ১৮
কিয়েভে রাতভর রুশ হামলা

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির রাজধানী কিয়েভ, পার্শ্ববর্তী অঞ্চল এবং দক্ষিণ ও পূর্বাঞ্চলে কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো গতকাল শনিবার রাতভর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রুশ বাহিনীর ছোড়া ৩১টির মধ্যে ১৯টি ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তারা। রুশ হামলায় পাঁচটি ব্যক্তিগত বাড়ি এবং বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি রুশ ক্ষেপণাস্ত্র একটি মাঠে আঘাত হেনেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খেরসন অঞ্চলসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলে দেশটির পাল্টা হামলায় বেশ অগ্রগতি ঘটছে, যেটিকে তিনি ‘ভালো উদ্যোগ’ বলে অভিহিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত