বৃষ্টিতে বাংলাদেশ-আয়ারল্যান্ডের টস হতে দেরি
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা ছিলই। চেমসফোর্ডে এখন সেটাই হচ্ছে। বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডের টস হতে দেরি হচ্ছে। এখনো কাভারে ঢাকা পিচ, বিকেল ৩টা ১৫ মিনিটে টস হওয়ার কথা থাকলেও, তা হয়নি। বৃষ্টি থামার অপেক্ষায় আছেন আম্পায়াররা।