Ajker Patrika

ফিরেছেন তাইজুল-শরীফুল, ব্যাটিংয়ে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিরেছেন তাইজুল-শরীফুল, ব্যাটিংয়ে বাংলাদেশ 

চেমসফোর্ডে প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। নিদিষ্ট সময়ে টস হলেও চেমসফোর্ডের আকাশে মেঘের আনাগোনা আছে। বৃষ্টির শঙ্কা মাথায় নিযেই তাই শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। 

পাঁচ ব্যাটার, তিন পেসার, দুই স্পিনার ও এক অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের একাদশে জায়গা হয়নি আইপিএল ফেরত পেসার মোস্তাফিজুর রহমানের। একাদশে থাকা তিন পেসার হচ্ছেন, ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। বাঁহাতি স্পিনার তাইজুলের সঙ্গে আছেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 

বাংলাদেশের জন্য এই সিরিজটা এক অর্থে গুরুত্বহীন। ওয়ানডে সুপার লিগের অংশ হলেও বাংলাদেশ আগেই ভারত বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ওয়ানডে সুপার লিগের এই চক্রে এটি বাংলাদেশের শেষ সিরিজ। ফলের দিক থেকে খুব একটা অর্থবহ না হলেও বাংলাদেশ সিরিজটা একদমই হালকাভাবে নিচ্ছে না। এর একটা কারণ অবশ্যই আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দল গোছানো। বিরূপ কন্ডিশনে তৌহিদ হৃদয়দের মতো নতুনরা কিংবা অভিজ্ঞরাও কীভাবে রেন্সপন্স করেন সেটা দেখার বাকি আছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দেশের বাইরে এটিই হাথুরুসিংহের প্রথম সিরিজ। দল নিয়ে এরমধ্যে কিছু কাঁটাছেড়া অবশ্য করেছেন হাথুরু। এশিয়া কাপের আগ পর্যন্ত এই যোগ-বিয়োগ চলতে থাকবে। 

বাংলাদেশ দল: 
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত