সরকার দেশকে ‘পরনির্ভরশীল’ করে ফেলেছে: মির্জা ফখরুল
নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে, দেশকে কীভাবে বিক্রি করে দিচ্ছে, পরনির্ভরশীল করে ফেলেছে। তাদের (সরকার) কথা-বার্তায় সব আসছে। তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণভাবে বিদেশেদের স্বার্থে। পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে...