এশিয়া কাপে বাংলাদেশের সহ-অধিনায়ক আফিফ
সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সেরা পারফরমারদের একজন আফিফ হোসেন। ধারাবাহিক পারফ্রম্যান্সের পুরস্কারই পেলেন এই বাঁহাতি ব্যাটার। এবারের এশিয়া কাপের দলে তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।