আয়ার বাড়িতে সন্তান প্রসব, মা ও নবজাতকের মৃত্যু
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেছেন, 'অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু হয়েছে।' এদিকে মায়া রাণী নামের সেই আয়া বলছেন, 'গর্ভেই মৃত ছিল নবজাতক, মা মারা গেছেন ডায়রিয়ায়।' তবে রহস্যজনক কারণে নিরব রয়েছেন সেই প্রসূতির স্বামীসহ পরিবারের লোকজন।