Ajker Patrika

নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চলছে চেয়ারম্যানের ভবন নির্মাণ

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ৫৭
নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চলছে   চেয়ারম্যানের ভবন নির্মাণ

ভূমি কার্যালয়ের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পীরগঞ্জে হাটের তিন শতক জমি দখলে নিয়ে সদ্য সাবেক চেয়ারম্যান মোশফাক হোসেন খান চৌধুরী ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জমিটি দখলে নেওয়ায় তাঁকে আসামি করে আদালতে মামলাও করা হয়েছে।

উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর হাটে গত বৃহস্পতিবারও মোশফাকের ভবনের নির্মাণকাজ চলমান দেখা গেছে।

জানা গেছে, রসুলপুর হাটের এই তিন শতক জমি হাট শ্রেণিভুক্ত আছে। স্থানীয় আফজাল হোসেন প্রায় ৫০ বছর ধরে জমিটিতে আধা পাকা ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন।

মোশফাক গত ১৯ সেপ্টেম্বর পৈতৃক মালিকানা দাবি করে জমিটিতে থাকা ছয়টি ঘর ভেঙে দিয়ে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আফজাল ২৮ সেপ্টেম্বর মোশফাকসহ ১১ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

এদিকে উপজেলা ভূমি কার্যালয় থেকে হাটের জমিতে নির্মাণকাজ বন্ধের জন্য নির্দেশ দেওয়া হলেও সাবেক চেয়ারম্যান তা শুনছেন না।

সূত্র জানায়, দেশ স্বাধীনের পর কারও ১০০ বিঘার বেশি জমির মালিকানা থাকলে অতিরিক্ত জমি সরকারের কাছে সারেন্ডার করতে হয়েছিল। সারেন্ডারভুক্ত জমিগুলো ৯৮/৭২ নম্বর রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এই রেজিস্ট্রারে রসুলপুর হাটের ৩ শতক জমিও রয়েছে বলে জানা গেছে। কিন্তু কুমেদপুর ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে সারেন্ডারভুক্ত ৯৮/৭২ নম্বর রেজিস্ট্রারটি সরিয়ে ফেলা হয়েছে। ফলে সারেন্ডারভুক্ত জমির তথ্য ইউনিয়ন ভূমি কার্যালয়ে নেই।

ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে গত ১৭ নভেম্বর মোশফাককে নির্মাণকাজ বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়। তারপরও তিনি নির্মাণ বন্ধ না করায় গত ২৫ নভেম্বর বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়।

কুমেদপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী তহসিলদার নজরুল ইসলাম বলেন, ‘সরকারের কাছে সারেন্ডার করা জমির রেজিস্ট্রার না থাকায় এর তথ্য পাওয়া যাচ্ছে না। তারপরও আমি হাটের বিবাদমান জমিতে নির্মাণকাজ বন্ধের জন্য বলেছি। কিন্তু মোশফাক হোসেন খান চৌধুরী কথা শুনছে না। ফলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারকে নির্মাণকাজ চলমান থাকার একটি প্রতিবেদন দিয়েছি।’

ক্ষতিগ্রস্ত আফজাল বলেন, ‘আমি প্রায় ৫০ বছর ধরে ওই জমিতে আধা পাকা ঘর নির্মাণ করে ব্যবসা করছি। জমিটি হাটের। অথচ ভূমি অফিস খাজনা নিয়ে অবৈধ দখলদারকেই সহযোগিতা করছে।’

সাবেক চেয়ারম্যান মোশফাক দাবি করেন, জমিটি তাঁদের পৈতৃক। তাই দখলে নিয়ে সেখানে ভবনের নির্মাণকাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত