যতভাবে ডুবছে ঢাকা
উড়ালসড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল—গতিশীল নগরজীবনের এই তিন অনুষঙ্গ থাকলেও রাজধানী ঢাকা এখন বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর। বিশ্বে পঞ্চম শীর্ষ যানজটের এই নগর বায়ু ও শব্দদূষণে প্রথম। স্বাস্থ্যসেবা, দূষণ, জীবনমান, ঘনবসতি, টেকসই ও বসবাসের অযোগ্য শহরের সূচকেও তালিকার তলানিতে অবস্থান ঢাকার।