কৃষিনির্ভর অর্থনীতি থেকে চীনের উত্থান
হংকংয়ের ব্যবসায়ী চই কোং-ওয়াহ ১৯৯৩ সালে যখন শেনজেনে একটি কারখানা খোলার সিদ্ধান্ত নেন, তখন তাঁর খেলনা ব্যবসার জন্য শীর্ষ বিবেচ্য বিষয় ছিল সস্তা জমি ও শ্রম। স্থানীয় সরকার চইকে মাত্র ১ লাখ ৫৭ হাজার মার্কিন ডলারে ৩০ বছরের জন্য প্রায় দেড় একর জমি দিয়েছিল। কারণ, ছোট সীমান্ত শহর শেনজেনকে বিশেষ অর্থনৈতিক অঞ্চ