ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে শ্রীদেবীর চেন্নাইয়ের বাড়ি
প্রযোজক বনি কাপুরকে বিয়ের পর চেন্নাইয়ের আক্কাইয়ে একটি বিশাল বাড়ি কেনেন অভিনেত্রী শ্রীদেবী। সমুদ্রের তীরে চার একর জায়গাজুড়ে বিস্তৃত এ প্রাসাদ। সামনে মার্বেলের ভাস্কর্য, ফোয়ারা, সুইমিংপুল, পামের বাগান, সূর্যাস্ত দেখার জন্য নান্দনিক লোকেশন—কী নেই এ বাড়িতে! শ্রীদেবী যত দিন বেঁচেছিলেন, চেন্নাইয়ের এ বাড়িট