আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!
যেকোনো সিনেমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হয় পাইরেসিকে। প্রযোজকদের কোটি কোটি টাকার ক্ষতিরও কারণ এই পাইরেসি। প্রায়ই দেখা যায়, হলে সিনেমা মুক্তির কয়েক দিনের মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়ে পাইরেটেড কপি। তাতে হলে দর্শকসংখ্যা কমে যায়, নির্মাতাদের মাথায় হাত ওঠে।