বিনোদন ডেস্ক
২০১৩ সালে একটি মালয়ালম সিনেমা প্রত্যেককে স্তব্ধ করে দিয়েছিল। বুঝিয়ে দিয়েছিল, থ্রিলার গল্প কাকে বলে! মোহনলাল অভিনীত ‘দৃশ্যম’ নামের সিনেমাটি পরবর্তী সময়ে কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি, মান্দারিনসহ নানা ভাষায় নানা নামে রিমেক হয়েছে। হিন্দি রিমেকে মূল চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ দিয়ে তুমুল প্রশংসিত হন অজয়। ২০২২ সালে আসে এর সিকুয়েল ‘দৃশ্যম টু’। এটিও জনপ্রিয়তা পায়। এর আগের বছর মুক্তি পেয়েছিল মোহনলালের দৃশ্যম টু। এবার এল দৃশ্যম থ্রির ঘোষণা।
দৃশ্যম ও দৃশ্যম টুয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, আগে মুক্তি পেয়েছিল মোহনলালের দৃশ্যম, পরে আসে অজয় অভিনীত রিমেক। তবে এবার ভিন্ন পরিকল্পনা করেছেন তাঁরা। একই সময়ে শুটিং শুরু করে একই সময়ে দৃশ্যম থ্রি মুক্তি দেবেন তাঁরা। গতকাল এক্সে মোহনলাল ঘোষণা দিয়েছেন, আগামী অক্টোবরে দৃশ্যম থ্রির শুটিং শুরু করবেন তিনি। একই দিনে এসেছে অজয় অভিনীত দৃশ্যম থ্রির খবরও। পিঙ্কভিলা জানিয়েছে, ২ অক্টোবর থেকে তিনিও দৃশ্যম থ্রির শুটিং শুরু করবেন।
পিঙ্কভিলার খবরে বলা হয়েছে, দৃশ্যম সিনেমার গল্পে গান্ধী জয়ন্তীর তারিখটি বেশ তাৎপর্যপূর্ণ। তাই ২ অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস ধরে মহারাষ্ট্রের বিভিন্ন লোকেশনে দৃশ্যম থ্রির শুটিং হবে। কিছু অংশ হবে স্টুডিওতে। এরই মধ্যে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। বর্তমানে সংলাপ নিয়ে কাজ করছেন নির্মাতারা। এ পর্ব দিয়ে শেষ হবে দৃশ্যমের গল্পের যাত্রা। ২০২৬ সালের ২ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
বিজয় সালগাওকর নামের এক সাধারণ ব্যবসায়ীর গল্প দৃশ্যম। পরিবার নিয়ে তার সুখের জীবন। একদিন তার বড় মেয়ে স্কুলের পিকনিকে গেলে সেখানে গোসলের সময় তার ভিডিও ধারণ করে তারই সহপাঠী। সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করা হয়। একপর্যায়ে দুর্ঘটনাক্রমে ছেলেটিকে খুন করে বিজয়ের স্ত্রী। পরে জানা যায়, ছেলেটি ছিল পুলিশের আইজির সন্তান। নিজের পরিবারকে বাঁচাতে এবার শুরু হয় বিজয়ের সংগ্রাম।
২০১৩ সালে একটি মালয়ালম সিনেমা প্রত্যেককে স্তব্ধ করে দিয়েছিল। বুঝিয়ে দিয়েছিল, থ্রিলার গল্প কাকে বলে! মোহনলাল অভিনীত ‘দৃশ্যম’ নামের সিনেমাটি পরবর্তী সময়ে কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি, মান্দারিনসহ নানা ভাষায় নানা নামে রিমেক হয়েছে। হিন্দি রিমেকে মূল চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ দিয়ে তুমুল প্রশংসিত হন অজয়। ২০২২ সালে আসে এর সিকুয়েল ‘দৃশ্যম টু’। এটিও জনপ্রিয়তা পায়। এর আগের বছর মুক্তি পেয়েছিল মোহনলালের দৃশ্যম টু। এবার এল দৃশ্যম থ্রির ঘোষণা।
দৃশ্যম ও দৃশ্যম টুয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, আগে মুক্তি পেয়েছিল মোহনলালের দৃশ্যম, পরে আসে অজয় অভিনীত রিমেক। তবে এবার ভিন্ন পরিকল্পনা করেছেন তাঁরা। একই সময়ে শুটিং শুরু করে একই সময়ে দৃশ্যম থ্রি মুক্তি দেবেন তাঁরা। গতকাল এক্সে মোহনলাল ঘোষণা দিয়েছেন, আগামী অক্টোবরে দৃশ্যম থ্রির শুটিং শুরু করবেন তিনি। একই দিনে এসেছে অজয় অভিনীত দৃশ্যম থ্রির খবরও। পিঙ্কভিলা জানিয়েছে, ২ অক্টোবর থেকে তিনিও দৃশ্যম থ্রির শুটিং শুরু করবেন।
পিঙ্কভিলার খবরে বলা হয়েছে, দৃশ্যম সিনেমার গল্পে গান্ধী জয়ন্তীর তারিখটি বেশ তাৎপর্যপূর্ণ। তাই ২ অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস ধরে মহারাষ্ট্রের বিভিন্ন লোকেশনে দৃশ্যম থ্রির শুটিং হবে। কিছু অংশ হবে স্টুডিওতে। এরই মধ্যে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। বর্তমানে সংলাপ নিয়ে কাজ করছেন নির্মাতারা। এ পর্ব দিয়ে শেষ হবে দৃশ্যমের গল্পের যাত্রা। ২০২৬ সালের ২ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
বিজয় সালগাওকর নামের এক সাধারণ ব্যবসায়ীর গল্প দৃশ্যম। পরিবার নিয়ে তার সুখের জীবন। একদিন তার বড় মেয়ে স্কুলের পিকনিকে গেলে সেখানে গোসলের সময় তার ভিডিও ধারণ করে তারই সহপাঠী। সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করা হয়। একপর্যায়ে দুর্ঘটনাক্রমে ছেলেটিকে খুন করে বিজয়ের স্ত্রী। পরে জানা যায়, ছেলেটি ছিল পুলিশের আইজির সন্তান। নিজের পরিবারকে বাঁচাতে এবার শুরু হয় বিজয়ের সংগ্রাম।
অনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
১ মিনিট আগেঅনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
১০ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
১১ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
১৪ ঘণ্টা আগে