ভিন্ন কৌশলে মিরাজদের অনুশীলন
উইকেট যতই স্পোর্টিং হোক, উপমহাদেশে স্পিন বোলারদের একটা দাপট সব সময়ই থাকে। গত পরশু বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফটোসেশনের পর বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ সেটি বোঝাতে চেয়েছিলেন বিশেষজ্ঞের ভাষায়, ‘বিশ্বকাপে স্পিনাররা বড় প্রভাব রাখবে। কারণ, (ভারতের) কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই।’