সিলেটে এবার তবে স্পিন-ফাঁদ নয়
পাঁচ বছর বিরতি দিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে টেস্ট ম্যাচ। তা ঢাকায় হোক কিংবা সিলেটে, বাংলাদেশে টেস্ট ম্যাচ খেলা মানেই স্পিন-বিষে নীল হওয়ার একটা শঙ্কা থাকে! সেই শঙ্কা থেকেই কিনা, এজাজ প্যাটেল, ইশ সোদি, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্রর মতো একঝাঁক স্পিনার নিয়ে সফরে এসেছে নিউজিল্যান্ড।