আকাশ থেকে পড়ল মাছ, ব্যাঙ, টাকা
আকাশ থেকে কী পড়তে পারে? ভাবছেন বৃষ্টি, শিলাবৃষ্টি, শীতের দেশ হলে তুষার এই তো, আর কীই বা পড়ার আছে! আজ সকালেও যেমন একপশলা বৃষ্টি হয়ে গেল ঢাকায়। কিন্তু যদি বলি মাছ, মাকড়সা, টাকা এমনকি রক্তের মতো টকটকে লাল পদার্থও পড়তে পারে, তাহলে নিশ্চয় চোখ কপালে উঠবে। শুধু এগুলোই নয়, আকাশ থেকে পড়ার তালিকায় আছে আরও অনে